স্থিতিশীলতা তহবিলে মার্চের মধ্যে টাকা না দিলে জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত যে সব কোম্পানি এখনো পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে অবণ্টিত লভ্যাংশ জমা দেয়নি তাদের আগামী ৩১ মার্চের মধ্যে তা জমা করতে হবে। এই সময়ের মধ্যে তা জমা না করলে সংশ্লিষ্ট কোম্পানিকে বড় আকারের জরিমানা করা হবে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (১৫ মার্চ) পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল (সিএমএসএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।