ডিভিডেন্ট ঘোষণার পর ৩ কোম্পানিরই দর কমেছে

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

দেশ সমাচার ডেস্ক : গেলো সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিভিডেন্ট ঘোষণা করা ৩ কোম্পানিরই দর কমেছে আজ। কোম্পানিগুলো হলো : ইউনাইটেড ইন্স্যুরেন্স, লিনডে বিডি, রেকিড বেনকিনজার।

এদিকে সবচেয়ে বেশি ৫.১৯ শতাংশ দর হ্রাস পেয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের। কোম্পানিটি গেলো ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে শেয়ার প্রতি এক টাকা ডিভিডেন্ট ঘোষণা করেছে।

এছাড়া কোম্পানিটির আয়ও কমে গেছে। এর আগের বছরে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৪ পয়সা, সেটি এবার কমে হয়েছে ১ টাকা ৬৫ পয়সা।

গেলো কর্মদিবসে শেয়ার দর ছিল ৫৫ টাকা ৮০ পয়সা। দিন শেষে তা দাঁড়িয়েছে ৫২ টাকা ৯০ পয়সা। তবে এক পর্যায়ে এসে দাম কমে ৪৮ টাকা হয়ে গিয়েছিল।

এতে করে দেখা যায় শেয়ার প্রতি ৫৫ টাকা ডিভিডেন্ট ঘোষণায় লিনডে বিডির শেয়ারদর কমেছে ৩১ টাকা ৪০ পয়সা। তবে কোম্পানটির আয় এর আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এক পর্যায়ে দাম ৬৩ টাকা কমে গিয়েছিল।

অপর দিকে শেয়ার প্রতি ১৬৫ টাকা ডিভিডেন্ট ঘোষণার প্রস্তাবে রেকিড বেনকিনজারের প্রতিটি শেয়ার দর হারিয়েছে ৯০ টাকা ৮০ পয়সা। এই কোম্পানিটিও এক পর্যায়ে দর হারিয়ে ফেলে ১৪৬ টাকা ৯০ পয়সা।