রাশিয়ার উদ্দেশ্যে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের

কড়া বার্তা

পুতিনকে কঠিন মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, স্বৈরশাসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে। ইতিহাসে দেখা গেছে— আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেন, তা হলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করবেন।

তিনি বলেন, কোনো রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে। ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে ‘শক্তিশালী প্রাচীরের’ মতো, যেটি কেউ ধারণা করেনি।