শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

শেয়ার

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৫৫ কোটি ৫৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৪৪ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় স্থানে অবস্থান করছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির ৩২ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

শেয়ার হাতবদলে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো : ফরচুন সুজ, সোনালী পেপার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্যাসিফিক ডেনিম ড্রাগন সোয়েটার, ব্র্যাক ব্যাংক এবং ওরিয়ন ফার্মা।