ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

বড় লেনদেন

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি ৪৫ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৬ লাখ ৬৩ হাজার টাকার।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৯৬ লাখ টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি টাকার।

চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকার। পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার টাকার