জেএমআই’র প্রতি শেয়ারের দাম বাড়লো প্রায় ২৪ টাকা করে

জেএমআই সিরিঞ্জ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ ফেব্রূয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধিতে শীর্ষ-৪ এ উঠে জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেডের শেয়ারের শেয়ারের দর ২৩ টাকা ৯০ পয়সা বা ৬.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজকের সমাপনী মূল্য দাঁড়ায় ৩৭৩ টাকা ২০ পয়সা, যেখানে গতকালের সমাপনী মূল্য ছিলো ৩৪৯ টাকা ৩০ পয়সা। । এদিন কোম্পানিটির শেয়ারের দর ৩৭৬ টাকা থেকে ৩৫৪ টাকা ৫০ পয়সায় উঠানামা করে।

তবে দরবৃদ্ধির হারে শীর্ষে উঠে এসেছে ‘জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। আজকে কোম্পানিটির শেয়ারের দর ৮.৩৯ শতাংশ (৯ টাকা ২০ পয়সা) বৃদ্ধি পেয়েছে।

দরবৃদ্ধির হারে শীর্ষ দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড। আজকে কোম্পানিটির শেয়ারের দর ৬.৮৯ শতাংশ (৯ টাকা) বৃদ্ধি পেয়েছে।

এছাড়া তৃতীয় স্থানে উঠে আসা এপেক্স ফুডস’র শেয়ারের কোম্পানিটির শেয়ারের দর ১৪ টাকা ৯০ পয়সা বা ৬.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।