ব্লক মার্কেটে তিন কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ ফেব্রূয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে । এদিন সর্বমোট ৩৭ কোটি ১৪ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩৪টি কোম্পানির লেনদেনের মধ্যে মোট লেনদেনে প্রায় এক তৃতীয়াংশ বেশি টাকার লেনদেন হয় আইটি খাতের প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেডের। এদিন কোম্পানিটির সর্বমোট ১০ কোটি ৫০ লক্ষ টাকা লেনদেন হয়।

বুধবার ব্লক মার্কেটে লেনেদেনে শীর্ষ দুই এ উঠে আসা ফরচুন সুজ লিমিটেডের ৭ কোটি ৮০ লক্ষ টাকার লেনদেন হয়।

এছাড়া ৩য় অবস্থানে উঠে আসে প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৪ কোটি ৬২ লক্ষ টাকার লেনদেন হয়।

ব্লক মার্কেটে চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয় পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির ২ কোটি ১১ লক্ষ টাকার লেনদেন হয়।

এছাড়া এস.এস. স্টিল লিমিটেড এদিন ১ কোটি 36 লক্ষ টাকা লেনদেন করার মাধ্যমে ব্লক মার্কেটে ৫ম স্থানে উঠে আসে।