ব্লকে বিমা খাতের এক কোম্পানির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ ফেব্রূয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে । এদিন সর্বমোট ৪০ কোটি ৪১ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১টি কোম্পানির লেনদেনের মধ্যে মোট লেনদেনে প্রায় অর্ধেকেরও বেশি টাকার লেনদেন হয় বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এদিন কোম্পানিটির সর্বমোট ২০ কোটি ২৫ লক্ষ টাকা লেনদেন হয়।

এছাড়া ২য় অবস্থানে উঠে আসে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৪ কোটি ৪৭ লক্ষ টাকার লেনদেন হয়।

বুধবার ব্লক মার্কেটে লেনেদেনে শীর্ষ তৃতীয় অবস্থানে উঠে আসা আরডি ফুডের ৩ কোটি ৩৮ লক্ষ টাকার লেনদেন হয়।

ব্লক মার্কেটে চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয় আলহাজ টেক্সটাইলস লিমিটেডের। এদিন কোম্পানিটির ১ কোটি ৭১ লক্ষ টাকার লেনদেন হয়।

প্রভাতি ইনস্যুরেন্স এদিন ১ কোটি ৩৯ লক্ষ টাকা লেনদেন করার মাধ্যমে ব্লক মার্কেটে ৫ম স্থানে উঠে আসে।