‘সেশনজটের কারণেই চাকরিতে বয়সসীমা ৩৫ করতে হবে’

চাকরিতে বয়সসীমা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় সেশনজটকে সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি দাবির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের সমন্বয়ক ইমতিয়াজ হোসেন।

বুধবার (৬ ফেব্রূয়ারি) দেশ সমাচারের সাপ্তাহিক অনুষ্ঠান ‘ টক টু দ্যা ইয়াং’ এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে তিন বছরের ডিগ্রি পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া যেত। এখন শিক্ষার্থীদের চার বছরের অনার্স করতে হচ্ছে। ২০১১ সালে গড় আয়ু বৃদ্ধির কারণে অবসরের সময়সীমা ৫৭ থেকে ৫৯ করা হয়েছে। অথচ েচাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি।

আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, আমরা ১৬২ দেশের পাবলিক সার্ভিস কমিশনের চিত্র পর্যালোচনা করে দেখেছি, কোনো দেশই বয়স দিয়ে যোগ্যতার মাপকাঠিকে এভাবে বেঁধে রাখেনি।

দেশ সমাচারের ‘টক টু দ্যা ইয়াং’ অনুষ্ঠানটি আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেশ সমাচারের ফেসবুক পেইজইউটিউব চ্যানেলে এক যোগে প্রচারিত হবে।