ব্লক মার্কেটে দুই কোম্পানির বিশাল লেনদেন

বড় লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে দুই কোম্পানীর বিশাল লেনদেন হয়েছে। রোববার মোট ৩৩টি কোম্পানি ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়। এসব কোম্পানির ১৭ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো ইসলামী ব্যাংক এবং প্রাইম ইন্স্যুরেন্স। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৮১ লাখ ৫৬ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার টাকার।