২ হাজার কোটি টাকা দিতে হচ্ছে না বিএটিবিসিকে

রাজস্ব ফাঁকি

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড বা বিএটিবিসির কাছে বিপুল পরিমাণ অর্থ দাবি করা জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের আদেশটিকে অবৈধ ঘোষণা করেছে আদালত। আপিল বিভাগে বিষয়টি মীমাংসা হওয়ায় কোম্পানিটিকে দাবি করা সেই টাকা দিতে হচ্ছে না।

এনবিআরের আদেশে এই দাবি পরিশোধ করতে হলে কোম্পানিটির রিজার্ভের ৬৭ শতাংশই নিঃশেষ হয়ে যেতে পারত। বিএটিবিসির ৫৪ কোটি শেয়ারের প্রতিটির বিপরীতে টাকা পরিশোধ করতে হতো ৩৯ টাকা ৫৭ পয়সা করে, যা চলতি বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত আয়ের প্রায় দ্বিগুণ।

বিএটিবিসির রিজার্ভে আছে ২ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে এনবিআর দাবি করেছিল ১ হাজার ৯২৪ কোটি টাকা।

গত ১ নভেম্বর কোম্পানিটি ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জকে জানায়, এনবিআর তাদের কাছ থেকে ২ হাজার ৪৩৭ কোটি টাকা দাবি করেছে।

এতে জানানে হয়, কোম্পানিটির ‘পাইলট ও ব্রিস্টল ব্র্যান্ডের’ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১ হাজার ৭৮০ কোটি ৬ লাখ টাকা দাবি করেছিল। এই দাবির বিপক্ষে উচ্চ আদালতে যায় কোম্পানিটি। রায় তাদের পক্ষেই আসে।