শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো আরো ১৪ দিন

পাঠদান (ছবি: সংগ্রহীত)

দেশ সমাচার ডেস্ক: শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও ১৪ দিন বাড়ানো হয়েছে।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দিপু বলেন, সারাদেশে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের কাছাকাছি। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৬ ফেব্রূয়ারি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়।