হিমেলের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ছাত্র হিমেলকে ট্রাক চাপা দিয়ে হত্যার প্রতিবাদে বুধবার (২ ফেব্রূয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ছাত্র সমাবেশ করে বিক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা হিমেলের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানায়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের কোন সড়কই এখন নিরাপদ না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে মানুষ হতে এসে লাশ হয়ে ফিরতে হবে তা কখনো মেনে নেয়া যায় না। সড়কে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে পড়াশোনা করতে এসে কোন শিক্ষার্থীদের মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। তাই অবিলম্বে নিরাপদ সড়কের দাবি মেনে নিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমেলের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

এ সময় বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ বিন রনি, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আবির ইসলাম সবুজ,তেজগাঁও সরকারি কলেজের ছাত্র ইউসুফ আলী শাকিল, আরেফিন, সাদ, শিমুল, একে আলামিন প্রমূখ।