ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা ন্যাশনাল ব্যাংকের

দেশ সমাচার ডেস্ক: আইন অমান্য করে ব্যাংকের পরিচালক এবং আত্মীয়-স্বজনদের ক্রেডিট কার্ডের মাধ্যমে নজিরবিহীন পরিমাণ ঋণ দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। শেয়ার বাজারের তালিকাভুক্ত ব্যাংকটি প্রতিশ্রতি দিয়ে জানায়, ‘এই ধরণের অন্যায় ভবিষ্যতে আর হবে না।’

গত ১২ জানুয়ারি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত ক্ষমা প্রার্থনার চিঠিটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। শেয়ার নিউজের সূত্রে এমনটি জানা যায়।

এছাড়া আরও জানা যায়, এর আগে সিকদার পরিবারের নয় সদস্য ও দুই কর্মী মিলিয়ে ১১টি ক্রেডিট কার্ডের বিপরীতে দেয়া বৈদেশিক ঋণসুবিধার তথ্য গোপন করায় ব্যাংকটিকে জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিনি কার্ডের জন্য পরিবারটির নিয়ন্ত্রণে থাকা ব্যাংকটিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।