দরপতনের শীর্ষে যেসব কোম্পানি

top losser

দেশ সমাচার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৯টি বা ৬০.২৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শমরিতা হসপিটালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার শমরিতা হসপিটালের ক্লোজিং দর ছিলো ১১২টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০১টাকা ৬০ পয়সায়। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারের দাম ১০টাকা ৯০ পয়সা ( ৯.৯৫ শতাংশ০ কমেছে- যা ছিলো রোববারে ডিএসই’র দরপতনের শীর্ষ অবস্থান।

ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল উইন্ডসরের ৮.৪৬ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.২৩ শতাংশ, একটি। ফাইনের ৭.১৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭.০৭ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালের ৬.৬৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.৫৭ শতাংশ, সিনেবাংলার ৬.৩০ শতাংশ, দেশ গার্মেন্টের ৬.৫৩ শতাংশ এবং বীকন ফার্মার ৬.০৪ শতাংশ দর কমেছে।