ডিএসইতে প্রথম ঘন্টায় লেনদেন ৩৯৯ কোটি টাকা

Share Market 7

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৩৯৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫২টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।