“বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা” ও “৩০৫৩ দিন” বইয়ের গ্রন্থস্বত্ব পেয়েছেন নাজমুল হোসেন

“বঙ্গবন্ধু মানেই স্বাধীনত “ গ্রন্থটির কপিরাইট পেয়েছেন জার্নি মাল্টিমিডিয়া লিমিটেডের নাজমুল হোসেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইগুলো পাঠিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মামনুল হক ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। একইসাথে ভবিষ্যতে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ছবি ব্যবহারে কোন কপিরাইট থাকবে না। এই ছবিগুলোর মালিক রাষ্ট্র।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার সুমন জানিয়েছেন এই রায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করার ক্ষেত্রে কোন বাধা থাকবে না। নাজমুল হোসেনের আইনজীবী শাহ মনজুরুল হক বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুইটি শিশুদের কাছে পাঠাতে কোন জটিলতা থাকলো না। আদালত যুগান্তকারী রায়ের মাধ্যমে কপিরাইট অফিসের সিদ্ধান্তকে বহাল রেখেছেন।