নেপালে বাস খাদে পড়ে ২৮ জন নিহত

 ২৮ জন নিহত

নেপালের উত্তর পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় পাহাড়ি পথে চলার সময় বাসটি ১ হাজার ফুট ওপর থেকে নিচে পড়ে যায়।

মাই রিপাবলিকা ওয়েবসাইটে বলা হয়েছে, বাসের অনেক যাত্রী দেশের বিভিন্ন স্থান থেকে বিজয়াদশমী উৎসব উদযাপন করে বাড়ি ফিরছিলেন। নেপালগঞ্জ থেকে গামগাধীর দিকে যাওয়ার সময় বাসটি ছায়ানাথ রারা পৌরসভার পিনা ঝিয়রি নদীতে পড়ে যায়।

উদ্ধার কাজ চালানোর জন্য দুর্ঘটনাস্থলে নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

নেপালগঞ্জ বিমানবন্দরের নিরাপত্তারক্ষীর ইনচার্জ সন্তোষ শাহ বলেন, মাথায় আঘাত পেয়েছেন এমন ১০ জনকে কোহলপুর মেডিকেল কলেজে এবং পাঁচজনকে নেপালগঞ্জে নার্সিংহোমে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নেপাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।