ভারতে অফিস টাইম হবে ১২ ঘণ্টা, বাড়বে বেতনও

ভারতে অফিস টাইম
ফাইল ছবি

ভারতের মোদী সরকার শ্রম আইনে পরিবর্তন আনার তোড়জোর চালাচ্ছে। ১ অক্টোবর থেকে নতুন শ্রম আইন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনে কাজের সর্বোচ্চ সময় ১২ ঘণ্টা নির্ধারিত হবে নতুন এই আইনে। তবে সাপ্তাহিক ছুটি বাড়ানো হবে নয়া আইনে।

খবরে বলা হয়, নতুন আইনের কারণ বেসিক বেতন বাড়বে। আর তা হলে কর্মীদের পিএফ বেশি কাটা হবে। গ্র্যাচুইটিও বেশ কাটবে। তাই টেক হোম বেতন কমতে পারে কর্মীদের। এতে অবশ্য অবসরের পর বেশি টাকা পাবেন কর্মচারীরা।

ওই আইন কার্যকর হলে পুরোপুরি বদলে যাবে অফিসে কাজ করার যাবতীয় নিয়ম কানুন। এ আইন ১ অক্টোবর থেকে কার্যকর হলে সংশ্লিষ্ট ক্ষেত্রের অফিসে চাকরি করা অনেক কর্মীর ‘টেক হোম’ বেতন কমতে পারে। পাশাপাশি কাজ করার সময়সীমা, ওভারটাইমে অতিরিক্ত বেতন, ছুটি, বহু কিছু বদলে যেতে পারে।