কাতার থেকে আফগানিস্তানে ফিরলেন আব্দুল গণি বারাদার

তালেবান

আফগানিস্তানের সংকট উত্তোরণ এবং একটি শক্তিশালী গ্রহণযোগ্য সরকার গঠনের উদ্দেশ্যে  আফগানিস্তানে পৌঁছেছেন তালেবান সহপ্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক প্রধান মোল্লা আব্দুল গণি বারাদার গত মঙ্গলবার তিনি কাতারের রাজধানী দোহা থেকে তালেবানের আধ্যাত্বিক নগরী হিসেবে খ্যাত কান্দাহারে পৌঁছেন

আলজাজিরাকে তালেবানের একটি সূত্র জানায়বারাদার আফগানিস্তানের সরকারি বাহিনীর কমান্ডার , ধর্মবিশারদ , আফগান সরকারের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আফগানিস্তানের সরকার গঠন নিয়ে আলোচনা করবেন