এখনই চালু হচ্ছে না বাংলাদেশ-কলকাতা ফ্লাইট

বাংলাদেশ-কলকাতা ফ্লাইট

চার মাস বন্ধ থাকার পর রোববার থেকে ভারতে পুনরায় ফ্লাইট চালুর কথা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে রোববার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে  এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চলবে।

তবে দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে চুক্তি সম্পন্ন না হওয়াতে এখনই ফ্লাইট চালু হচ্ছে না।

বিমানের এক কর্মকর্তা ইন্ডিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রোববার থেকে আমরা দুটি রুটে ফ্লাইট চালু করতে চেয়েছিলাম। কিন্তু আমরা এখনো ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাইনি। চুক্তি সম্পন্ন হয়ে গেলে আমরা নতুন তারিখ ঘোষণা করব”।

ভারতীয় এয়ারলাইনস স্পাইসজেট এবং ইন্ডিগোরও যেসব ফ্লাইট পুনরায় চালু হওয়ার কথা ছিল তা এখন বাতিল করা হবে। স্পাইসজেটের ২৬ আগস্ট থেকে এবং ইন্ডিগোর তার পরদিন থেকেই ফ্লাইট চলাচল করার কথা ছিল।