আফগান শরণার্থীদের ফেরৎ পাঠিয়েছে উজবেকিস্তান

আফগান শরণার্থীদের

দেড় শতাধিক আফগান শরণার্থীকে উজবেকিস্তান থেকে নিজ দেশে ফেরৎ পাঠানো হয়েছে। উজবেক পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, তালেবানের সঙ্গে শরণার্থী বিষয়ে চুক্তির পর পালিয়ে যাওয়া এসব আফগানদের ফেরৎ পাঠানো হয়েছে।

তালেবান আফগান শরণার্থীদের জীবনের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পরই তাদের ফেরৎ পাঠায় উজবেকিস্তান। এ পর্যন্ত কতজন আফগান শরণার্থী উজবেকিস্তানে আশ্রয় নিয়েছেন এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি দেশটি।

ফেরৎ পাঠানো আফগানদের মধ্যে উজবেক উপজাতি নেতা আবদুর রশিদ দোস্তমও রয়েছেন কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি।