আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হতে পারেন জালালী

আফগানিস্তানের রাজধানী কাবুলকে চারপাশ থেকে ঘিরে রেখেছে তালেবান যোদ্ধারা । আল-জাজিজার প্রতিবেদন অনুযায়ী যোদ্ধারা কাবুলে ঢোকা শুরু করেছে ; যদিও তালেবান হাইকমান্ড থেকে রাজধানীতে যুদ্ধে না জড়ানোর ব্যাপারে নির্দেশনা রয়েছে ।

ইতমধ্যে ঘানি সরকারও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান তথা  ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন । তবে ঘানি সরকার সরাসরি তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তর করবে কিনা এ নিয়ে  আলোচনা চলছে ।

তবে ধ্বংসযজ্ঞ এড়াতে বিকল্প পদ্ধতি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর । প্রথম আলোর বরাতে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এ ক্ষেত্র সবার আগে উঠে এসেছে সাবেক আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ড.আহমাদ আলি জালালির নাম ।

বিস্তারিত আসছে ……………………….