টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে যোগাযোগে দুর্ভোগ তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকায় টানা বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ শক্তিয়ারখলা সড়কের ১শত মিটার, সাবমারসিবল সড়কটি পানির নিচে ডুবে যাওয়ায় জেলা শহরের সাথে তাহিরপুর উপজেলার জনসাধারণের চলাচল বন্ধ রয়েছে গত তিন দিন ধরে।ভোগান্তিতে রয়েছেন কয়েক হাজার মানুষ।প্রয়োজন মেটাতে ব্যাঘাত ঘটেছে জন-জীবনে।

তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারের ব্রিজের সম্মুখের সড়কটিও ডুবে গেছে। যার ফলে দুর্ভোগে পড়েছেন পথচারী লোকজন। প্রয়োজনীয় কাজে জেলা সদরে যেতে লোকজনকে শক্তিয়ারখলা সাবমারসিবল সড়ক থেকে নৌকায় করে দুর্ভোগের সাথে যাতায়াত করতে হচ্ছে। বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারের ব্যবসায়ী মুসা মিয়া বলেন, টানা বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা সড়কটি ডুবে যাওয়ায় লোকজনকে জেলা সদরে নৌকা দিয়ে যেতে হতে হচ্ছে।

তাহিরপুর উপজেলা সদরের বাসিন্দা সোহানুর রহমান সোহান জানান, টানা বৃষ্টিপাতে আনোয়ারপুর বাজারের ব্রিজ সংলগ্ন সড়কটি পানির নিচে ডুবে যাওয়ায় তাহিরপুর থেকে জেলা সদরে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।