এবার আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৮ উদ্ধারকর্মীসহ নিহত ৬২

তুরস্কের পর মারাত্মকভাবে দাবানলের সম্মুখীন হয়েছে আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আলজেরিয়া। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার রিপোর্ট অনুযায়ী দাবানলে ৩৭ আলজেরিয়ান ২৮জন উদ্ধার কর্মীসহ মোট ৬২ জন নিহত হয়েছেন ; যাদের অধিকাংশই তিজি ঔজু শহরে দাবানলের শিকার হয়েছেন ।

দাবানল থেকে বাঁচতে মানুষকে পালিয়ে যেতে দেখা গেছে। তবে দাবানল নিয়ন্ত্রণে প্রচেষ্ট চালিয়ে  যাচ্ছে দমকল বাহিনী। দাবানলে নিহত ২৮ উদ্ধারকর্মী অন্তত ১০০জন আলজেরিয়কে উদ্ধার করেছে উল্লেখ করে তাদের সবাইকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িত করেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজেদ তাবুন।