যুবলীগ থেকে বহিষ্কৃত হলেন ব্যরিস্টার সুমন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যরিস্টার সায়েদুল হক্ব সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । তিনি সংগঠনটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন ।

 

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কর্তৃক  ব্যরিস্টার সুমনের বহিষ্কারের বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমের বরাতে এসেছে । দাবি করা হয় – তিনি বলেন, ”সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যরিস্টার সুমনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যরিস্টার সুমনের বহিষ্কারের বিষয়টি ভাইরাল হয়ে যায় ।

গতকাল আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক স্লোগান দেয়া শরীয়তপুরের পালং মডেল থানার  ওসি আক্তার হোসেনের  তীব্র সমালোচনা করেছেন আলোচিত এবং সামাজিক গণমাধ্যমে জনপ্রিয় এ আইনজীবী । এরপরই তিনি দলীয় পদ হারান ।

তবে নয়া দিগন্তের রিপোর্ট অনুযায়ী ব্যরিস্টার সায়েদুৃল হক সুমন যুবলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছেন