ইরানের নতুন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রাইসির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন  পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শপথগ্রহণের পরে শুক্রবার ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ২০ বছর আগে তার বাংলাদেশ সফরের কথা ; বিশেষভাবে যশোরে তার সফরের কথা বর্ণনা করেন।

নির্বাচনে বিজয়ের পরে বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানোর  জন্য ধন্যবাদ জানান ইরানি প্রেসিডেন্ট । সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বুধবার তেহরানে পৌঁছান।

তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শাহরিয়ার ; প্রথমবারের মতো ইরানের কোনো নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে প্রতিনিধি দল পাঠিয়েছে বাংলাদেশ সরকার ।

তথ্যসূত্র:যুগান্তর