ভারত থেকে অস্ট্রেলিয়ায় ঢুকলেই জেল জরিমানা

অস্ট্রেলিয়ায়

ভারতে করোনার ভয়াবহ ধরন ছড়িয়ে পড়ার পর এ দেশটি থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মহামারি পরিস্থিতিতে ভারত থেকে নিজ দেশ-অস্ট্রেলিয়ায় ঢুকলেই ৫ বছরের জেল বা অর্থদণ্ড ৬৬ হাজার মার্কিন ডলার জরিমানা ভোগ করতে হবে। সোমবার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

নতুন করে আরও ৯ জনের দেহে ভারতীয় করোনার ধরন ধরা পড়ার পর অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে।
সম্প্রতি ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকা ভারত ফেরতদের ৯ জনের দেহে ভারতীয় করোনার ধরন ধরা পড়ার পর এই ঘোষণা দিলো অস্ট্রেলিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে মিলেছে কোভিডের কয়েকগুণ বেশি শক্তিশালী ভারতীয় ভ্যারিয়েন্ট। সেটির বিস্তার রোধে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কেউ ফিরতে পারবেন না অস্ট্রেলিয়ায়। ভারতে বর্তমানে রয়েছেন ৯ হাজার অস্ট্রেলীয় নাগরিক।

অন্যদিকে বাইডেন সরকার জানিয়েছে, বর্তমানে ভারতে রয়েছেন এমন নন-আমেরিকান নাগরিকরা প্রবেশ করতে পারবেন না যুক্তরাষ্ট্রে। তবে মার্কিনীরা থাকছেন এ নিষেধাজ্ঞার বাইরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ১৭টি দেশে মিলেছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট।

আরও পড়ুনঃ-আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানান, দীর্ঘদিন মিত্রতাপূর্ণ সম্পর্ক ভারতের সাথে কয়েক যুগ ধরে ভালো বাণিজ্যিক যোগাযোগ। অক্সিজেন-ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম’সহ সবধরণের সহযোগিতা দিবো ভারতকে।