দিল্লির বাতাসে ভাসছে আর্তনাদ

সংক্রমণ কমছে

দিল্লির হাসপাতালগুলোতে করোনা রোগীদের চাপে যেন নারকীয় চিত্র। নেই বেড, নেই অক্সিজেন। এমন অবস্থায় বাধ্য হয়ে হাসপাতালের বাইরেই চিকিৎসা নিতে হচ্ছেন রোগীদের। দিল্লি হয়ে উঠেছে যেন এক মৃত্যুকূপ। প্রতিনিয়ত কেউ না কেউ হারাচ্ছেন প্রিয় মানুষকে। স্বজন হারানোর আহাজারে প্রকম্পিত হচ্ছে চারপাশ।

যেখানে কান পাতলেই শোনা যায় স্বজনহারাদের আর্তনাদ। এমনকি মরদেহ দাফন করার মতো পর্যাপ্ত জায়গাও নেই অনেক কবরস্থানে।

আরও পড়ুন- ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড , নিহত ২৭

দিল্লির হাসপাতালগুলোর একেকটি শয্যা যেন এখন সোনার হরিণ। শয্যার আসায় আক্রান্ত স্বজনদের নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন অনেকে।

এদিকে, প্রতিদিন মরদেহের চাপ বাড়ছে কবরস্থান ও শ্মশানগুলোতে। অনেক কবরস্থানে কবর দেয়ার জায়গাও ফুরিয়ে এসেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্র অনুসারে, করোনায় দিল্লির স্বাস্থ্য খাত পুরোপুরি ভেঙে পড়েছে। এ সংকটের অবসান কবে হবে, কবে আবার দিল্লির মানুষ মুক্ত বাতাস গ্রহণ করবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।