রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার চেক প্রজাতন্ত্রের

রাশিয়ার

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে। দেশটির একটি গোলাবারুদের ডিপোতে ২০১৪ সালে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকার অভিযোগ এনে রুশ কর্মকর্তাদের বহিষ্কার করা হয়। খবর-বিবিসির।

মধ্য ইউরোপের এ দেশটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নেটো জোটের সদস্য। ১৯৮৯ সালে কমিউনিস্ট শাসনের পতনের পর দু’দেশ এবারই সবচেয়ে বড় বিরোধে জড়াল।

চেক প্রজাতন্ত্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জান হামাচেক বলেন, রাশিয়ার ১৮ দূতাবাস কর্মীকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার আদেশ দেয়া হয়েছে।

চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস এক টুইট বার্তায় বলেন, ভ্রাবেটিস গ্রামে একটি গোলাবারুদ ডিপো বিস্ফোরণে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত ছিলেন বলে সুস্পষ্টভাবে সন্দেহ রয়েছে।এ ঘটনায় ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন- ফ্রান্সে ১৫ বছরের নিচে শারীরিক সম্পর্ক হলেই ধর্ষণ

চেক প্রধানমন্ত্রী বলেন, এরকম ঘটনা নজিরবিহীন এবং অত্যন্ত কলঙ্কজনক। ওদিকে রাশিয়ার একজন আইনপ্রণেতা চেক প্রধানমন্ত্রীর এমন অভিযোগকে পুরোপুরি অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনী সীমান্ত নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চেক প্রধানমন্ত্রী। এর আগে এমন উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরই গত বৃহস্পতিবার রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছিল বাইডেন প্রশাসন। জবাব দিতে দেরি করেনি মস্কো। তারাও একই সংখ্যক মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে।