ফ্রান্সে ১৫ বছরের নিচে শারীরিক সম্পর্ক হলেই ধর্ষণ

ফ্রান্সে

ফ্রান্সে কনসেন্ট দেয়ার বয়সের পূর্বে শারীরিক/যৌন সম্পর্ক হলে তাকে ধর্ষণ হিসেবে চিহ্নিত করা হবে। দেশটিতে ১৫ বছর বয়স হলো যৌন সংসর্গের ন্যূনতম বয়স। অর্থাৎ, ১৫ বছরের পূর্বে যৌন সম্পর্ক হলে তা সম্মতিক্রমে হোক বা জোরপূর্বক দুটোকেই ধর্ষণ হিসেবে গণনা করা হবে।

এ বিলটি ফ্রান্সের পার্লামেন্টে পাশ হয়েছে। এ নিয়ে ফরাসি বিচারমন্ত্রী বলেছেন, আমাদের বাচ্চাদের জন্য এটি একটি ঐতিহাসিক আইন। কোনো প্রাপ্তকবয়স্ক আর সম্মতির ভিত্তিতে ১৫ বছরের কম বয়সীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে পারবে না। যদিও আইন অনুযায়ী, অপ্রাপ্ত বয়স্কদের সঙ্গে সর্বোচ্চ ৫ বছরের বড় কেউ চাইলে যৌন সম্পর্কে জড়াতে পারবে। সেক্ষেত্রে এটি ধর্ষণ হবে না।

আরো পড়ুন- দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা

দেশটির প্রেমিক-প্রেমিকাদের রক্ষায় আইনে এমন ধারা যুক্ত করা হয়েছে। তবে জোরপূর্বক কিছু হলে সেটি যে বয়সেরই হোক না কেনো কঠিন শাস্তি পেতে হবে।