বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহত অন্তত ৪৪

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জনের মতো। দেশটির সবথেকে পূর্বে থাকা ফ্লোরেস দ্বীপে প্রথমে বন্যা ও পরে ভূমিধস দেখা দেয়। হতাহতের পাশাপাশি সেখানকার বাড়িঘরেরও ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। আজ রোববার এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে জানানো হয়, পূর্ব ফ্লোরেস এলাকায় ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছে। অনেকেই এখনও কাদার নিচে আটকা রয়েছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তারা প্রত্যন্ত ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছেন না। এই সপ্তাহজুড়ে চরম প্রতিকূল আবহাওয়া থাকবে বলেও আশঙ্কা করা হচ্ছে।