স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের যাতায়াতের জন্য কাল ২৬ ও পরশু ২৭ মার্চ (শুক্রবার ও শনিবার) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু সময়ের জন্যে বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরো পড়ুন- র্যাবের নতুন মুখপাত্র খন্দকার আল মঈন