সড়কে মৃত্যু যেন থামছেই না। কাউখালী (পিরোজপুর) : কাউখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত কলেজছাত্র আরাফাত রহমান (২১) উপজেলার আসপর্দ্দি গ্রামের মৃত আজিজুর রহমান খানের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইলের কালিহাতীতে পথচারী, সুনামগঞ্জের মাধবপুরে কৃষক, চট্টগ্রামের সীতাকুণ্ডে চালকসহ ২ জন, গাজীপুরের কালীগঞ্জে যুবক, ময়মনসিংহের ভালুকায় পিকআপ চালক এবং পিরোজপুরের কাউখালীতে কলেজছাত্র নিহত হয়েছে।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : ট্রাকের ধাক্কায় নিহত কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাম (৪৮) উপজেলার উনশিয়া গ্রামের নীল রতন দামের ছেলে। মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে মঙ্গলবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে মাওয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ট্রাকটি তাকে ধাক্কায় দেয়।
মাধবপুর (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বুধবার সকালে ট্রাকচাপায় নিহত কৃষক আব্দুল আহাদ (৪০) উপজেলার ব্যাঙ্গাডোবা গ্রামের ছুরত আলীর ছেলে।
কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে লরিচাপায় নিহত আকাশ (১৭) বাহাদুরসাদী গ্রামের আব্দুল বাতেনের ছেলে। বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে ট্রাক ও কনটেইনার লরির সংঘর্ষে ট্রাকচালক মো. মাহবুব (৩২) ও মো. হাবিল (২১) হেল্পার নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডের চাড়ালকান্দিতে বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতীর সল্লা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত চান মিয়া (৫২) সল্লা ইউনিয়নের টেকপাড়া গ্রামের জাকের মন্ডলের ছেলে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন- ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
ভালুকা (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় নিহত পিকআপ চালক আলহাজ (৩২) শেরপুর জেলার দোলাগাড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে। নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ডের সানির মোড় এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।