প্রবাসী বাংলাদেশীদের জন্য এবি ব্যাংক নিয়ে এলো আকর্ষণীয় এক ব্যাংকিং সেবা “এবিজন্মভূমি” । বৈধ চ্যানেলে প্রেরিত রেমিট্যান্সে বাংলাদেশ সরকার প্রদত্ত ২% প্রণোদনার সাথে আরও ১% বেশি প্রণোদনা দিবে এবি ব্যাংক ।
এবি জন্মভূমি নামের এই ব্যাংকিং সুবিধার আওতায় প্রবাসী বাংলাদেশীরা সেভিংস একাউন্ট, ফিক্সড ডিপোজিট ও যাবতীয় স্কীম ডিপোজিটের উপর পাবেন আকর্ষণীয় মুনাফা।
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবি জন্মভূমির উদ্বোধন করেন। সাজ্জাদ হুসাইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আবদুর রহমান, ডিএমডি-রিটেইলব্যাংকিং বিভাগের প্রধান এবং ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।