ঢাকায় পৌঁছেছেন রাজাপাকসে

রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ঢাকায় পৌছেছেন । শুক্রবারে (১৯ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকায় পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

মাহিন্দা রাজাপাকসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকালে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । পরদিন শনিবার তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন।

এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০১১ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি বাংলাদেশ সফর করেন। এবারের সফরে আগামীকাল শনিবার (২০ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজাপাকসের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক হবে।

আরো পড়ুন- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

উল্লেখ্য বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে শ্রীলঙ্কার সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক স্থাপিত হয়।