হঠাৎ মোদির প্রধান উপদেষ্টার পদত্যাগ

প্রধান উপদেষ্টা

হঠাৎ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পিকে সিনহা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি তার পদত্যাগপত্র জমাও দিয়েছেন বলে জানাগেছে।

মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়- ঠিক কি কারণে তাকে সরিয়ে দেয়া হলো তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শীর্ষস্থানীয় কর্তা জানিয়েছেন, পিকে সিনহা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিয়েছিল। কাজের প্রবল চাপ থেকে তিনি সরে যেতে চেয়েছিলেন। সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্তা। তিনি আরও বলেন, পিকে সিনহা একটা দক্ষ আমলা।
তাকে, তার দৃষ্টিভঙ্গী ও কাজের পদ্ধতিও অনেক আমলাই অনুকরণ করেন।

প্রতিবেদনে আরো বলা হয়- গত বছর এপ্রিল মাস থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে রদবদল হচ্ছিল। পিকে সিনহার প্রস্থান তাতে সর্বশেষ সংযোজন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যলয়ে নতুন ও তরুণদের গুরুত্ব দেয়া হচ্ছে। তবে সিনহার সরে যাওয়া নিয়ে এখনও পর্যন্ত সরকার কোনও মন্তব্য করেনি।

১৯৭৭ সালে তিনি ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস (আইএএস) অফিসার হিসেবে কাজ শুরু করেন।

আরও পড়ুন- নির্বাচনী প্রচারনায় মোদির সঙ্গে কলকাতায় অক্ষয়

মোদির ক্ষমতার প্রথমে তাকে মন্ত্রিপরিষদর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে প্রধানমন্ত্রী দফতরে কর্মকর্তা হিসেবে বিশেষ সুযোগ দেওয়া হয়।