হামলার ভয়ে বিমানে চড়েন না ইসরাইলি প্রধানমন্ত্রী

নেতানিয়াহু

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে সৌদি আরবের আকাশপথে বিমানে ভ্রমণ করতে চাচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি জর্ডান সরকার দেশটির আকাশপথ ওই ইহুদিবাদী ইসরাইল কে ব্যবহার করতে নিষেধ করায় সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত সফর বাতিল করতে হয়। খবর আরব নিউজের।

সৌদি আরব তার আকাশপথ ব্যবহার করে ইসরাইলি প্রধানমন্ত্রীকে আমিরাত যাওয়ার প্রস্তাব দিলেও হুতি বিদ্রোহীদের মিসাইল হামলার ভয়ে অবশেষে তার আবুধাবি যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।

সম্প্রতি সময়ে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবে মিসাইল হামলা বাড়িয়ে দেওয়ায় দেশটির আকাশপথ এড়িয়ে চলছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী শনিবার তার এ ভয়ের কথা গণমাধ্যমকে জানান।

আরো পড়ুন- মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ , একদিনেই নিহত ৩৯