বিমানবন্দরে ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ আহত ৪

ফ্লাইওভারের

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের লাঞ্চিং গার্ডার ধসে চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ১০টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিআরটি প্রজেক্টের চিফ কিউসি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে দুজন চীনা নাগরকি ও দুজন বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে এভার কেয়ার হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন- লেবানন থেকে দেশে ফিরছে আরও ৪৩২ বাংলাদেশি

কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।