এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহীন আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফসাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহীন আলমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে ফাহিম নূরে আলম।
দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন শাহীন আলম। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আরো পড়ুন- এটিএম শামসুজ্জামান আর নেই
১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি। বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শাহীন আলম। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতেন তিনি।