বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ.কে.এম. সাহিদ রেজা ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার ফেনী ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ফেনী ডায়াবেটিক সমিতি নির্বাচন কমিশনার আজগর আলী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এসময় সাধারণ সম্পাদক পদে শুসেন চন্দ্র শীলসহ কার্যকরী কমিটির ২৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। এই কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে।
একইদিন ফেনী ডায়াবেটিক সমিতির ২৫তম ও ২৬তম বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক ও ফেনী ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদ সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান।
আরো পড়ুন- মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি পেলেন ডিএমপির ৫০ পুলিশ সদস্য সন্তান