ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর রাজধানী ঢাকার গুলশান-২ এভিনিউ এলাকায় ইন্ডিয়া কালচারাল সেন্টার উদ্বোধন করেছেন ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান-২ পুরাতন ইন্ডিয়া হাউজ, এ ই কে, ১৪ ভবনের নতুন নামকরণ করা হয় ইন্ডিয়া কালচারাল সেন্টার।
সেন্টারটি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক সংস্কৃতি মন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক নীপা চৌধুরীসহ ঊর্ধ্বতন কমকর্তারা।
উদ্বোধনের পর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত ও বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অংশীদার। দুই দেশের একইরকম সংস্কৃতি মূল্যবোধ রয়েছে। এই সাংস্কৃতিক কেন্দ্র দুই দেশেরই সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে। বাংলাদেশের স্বাধীনতার মাসে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।
আরও পড়ুন:- বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।