ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যের ৫০ জন সন্তানকে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৯’ দেয়া হয়েছে। আজ (বৃহষ্পতিবার, ৪ মার্চ, ২০২১) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ডিএমপির অ্যাডিশনাল পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিপিএম, পিপিএম (বার)-এর হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন।
ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (ট্র্যাফিক) মোঃ মুনিবুর রহমান, জয়েন্ট পুলিশ কমিশনার মিরাজ উদ্দিন আহমেদ বিপিএম, পিপিএম এবং মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি অ্যান্ড হেড অব সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট শামীম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ৫০ জন সহ মার্কেন্টাইল ব্যাংক ২০১৯ শিক্ষাবর্ষে সারাদেশে সর্বমোট ৮৫৬ জন ছাত্র-ছাত্রীকে ১,৩০,০০,০০০/- (এক কোটি ত্রিশ লক্ষ) টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে।
আরো পড়ুন- বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর