বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরের সারিয়াকান্দিতে মা ও ৫ মাসের শিশু কন্যাকে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ৮টার দিকে যমুনা নদীর দুর্গম চর থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্যা চরের আল আমিনের স্ত্রী শেফালী খাতুন (২২) ও তার ৫ মাস বয়সী শিশু কন্যা আয়েশা।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার বিকেলে শেফালী খাতুন কবিরাজি চিকিৎসা করানোর কথা বলে সন্তানকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। রোববার বিকেলে পার্শ্ববর্তী শংকরপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মা-মেয়ের মরদেহ দেখতে পায় গ্রামবাসী।
পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহত মায়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত মেয়ের শরীরের কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে এটিকে হত্যাকান্ড মনে করে পুলিশের টিম রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন- পঞ্চম ধাপের পৌর নির্বাচন শুরু