সম্প্রতি এবি ব্যাংকের নারী কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে “এবি উইমেন্স সোশ্যাল” শীর্ষক একটি অনুষ্ঠান। ব্যাংটির ট্রেনিং একাডেমিতে আয়োজন করা হয় অনুষ্ঠানের।
এতে নারী কর্মীদের ব্যক্তিজীবনে ভারসাম্য, নারী নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিসেস অর্নিতা আফজাল, মিসেস মমতাজ হুসাইন এবং ডা. খাইরুন নেসা (বিথী) ।