সার্বিয়ার বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন কয়েকশ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ হাঙ্গেরি কিংবা ক্রোয়েশিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের জন্য সেখানে অবস্থান নিয়েছেন তারা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের তথ্য অনুযায়ী, বলকান পেনিনসুলার এ দেশটিতে ৬ হাজার ৫৯১ জন অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছেন যাদের মধ্যে প্রায় ২৬০ জনের মতো বাংলাদেশি। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী দেশটিতে আশ্রয় নেয়া শরণার্থীর সংখ্যা এর চেয়েও বেশি।
আটকেপড়া এক বাংলাদেশি বলেন, প্রায় তিন মাস ধরে সার্বিয়াতে আটকা পড়েছি। যে কোনোভাবে ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ফ্রান্সে পা রাখাই এখন লক্ষ্য বলে জানান। ফ্রান্সে যদি রাজনৈতিক আশ্রয়ের আবেদন গ্রহণও না হয়, তাহলে অন্যান্য উপায়েও কিছু নির্দিষ্ট শর্তপূরণের মাধ্যমে সেখানকার কাগজ পাওয়া যায়। অবৈধভাবেও বছরের পর বছর সেখানে বসবাস করলে কেউ কিছু বলে না।