ফেনীর ফুলগাজী উপজেলায় অটোরিকশাচালক মুলকত আহমেদ কালা মিয়াকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেক আসামিকে ৪০ হাজার টাকা জরিমানাও করেন আদালত। এই মামলায় ১৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালত বিচারক জেবুন নেসা এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।ফেনীর ফুলগাজী উপজেলায় মুলকত আহমেদ কালা মিয়ার অটোরিকশাটি মুন্সিরহাট যাওয়ার কথা বলে ২০১০ সালে ১৮ নভেম্বরে আসামিরা ভাড়া করে।
পরে উপজেলার দরবারপুর ইউনিয়নের টুকুমিয়া ব্রিজের পশ্চিম পাশে নিয়ে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার অটোরিকশাটি নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই ফখরুল আহমেদ মজুমদার পর দিন ১৯ নভেম্বর বাদী হয়ে ফুলগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।