এবি ব্যাংকের দায়ের করা মামলায় ইউনাইটেড এ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড এর চেয়ারম্যান মির্জা সাইদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল কাইয়ুম এবং পরিচালক সহদিুল ইসলাম এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এবি ব্যাংক লিমিটেডের উত্তরা শাখার ঋণগ্রহীতা ইউনাইটেড এ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড এর চেয়ারম্যান মির্জা সাইদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল কাইয়ুম এবং পরিচালক সহিদুল ইসলাম এর বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছে। প্রতষ্ঠিানটি এবি ব্যাংক লিমিটেড উত্তরা শাখা হতে ঋণ গ্রহণ করে পরর্বতীতে ঋণ পরশিোধ না করায় এবি ব্যাংক উক্ত প্রতষ্ঠিানটির বিরুদ্ধে মামলা দায়রে করে।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ০৪.০২.২০২১ তারখিে গ্রফেতারি পরোয়ানা জারি করনে। এর পরিপ্রেক্ষিতে উত্তরা থানার দায়ীত্বপ্রাপ্ত র্কমর্কতাগণ ০৬.০২.২০২১ তারিখে আসামিদের বাসায় গ্রেফতার অভিযানে গেলে আসামিদের কাউকেই পাওয়া যায়নি।
উক্ত গ্রাহকের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এবি ব্যাংকরে উত্তরা শাখার ৩৫১ কোটি ৬৬ লক্ষ টাকা ঋণ পাওনা রয়ছে।