বগুড়ায় মদপানে ৫ জনের মৃত্যু

মদপানে

বগুড়ায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।

রোববার রাতে পুরান ফুলবাড়ি, বগুড়া ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- শহরের পুরান বগুড়ার শহরের কাটনার পাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আরী (৭০)। লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলর সুমন (৩৮)। এছাড়াও ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।

বগুড়া পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন- শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৪ অটোরিকশা যাত্রী নিহত