চাঁদপুর জেলার মৎস্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে রোটারিয়ান আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক পদে রোটারিয়ান হাজী মোঃ শবেবরাত নির্বাচিত হয়েছেন।
সোমবার চাঁদপুরের ঐতিহ্যবাহী এই ব্যবসায়ী সংগঠনের ২০২১ সালের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে রোটারিয়ান আব্দুল বারী জমাদার মানিক ১৮৭ পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান ভূঁইয়া কালু পেয়েছেন ৮০ ভোট। দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শবে বরাত সরকার। তিনি পেয়েছেন ১৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব হাজী মোঃ আনোয়ার হোসেন গাজী পেয়েছেন ৯৫ ভোট।
২৫ জানুয়ারী সোমবার সকাল ১১টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাটে মৎস্য বনিক সমবায় সমিতির কার্যালয়ে নির্বাচন হয়। এতে ১২ টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে মোট ভোটার ২৮৭ জন। এর মধ্যে ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সমিতির অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন- সহসভাপতি মোঃ বাদশা মাল, সহসাধারণ সম্পাদক পদে শাহজাহান বেপারী, কোষাধ্যক্ষ পদে মোঃ মাইনুদ্দিন বেপারী,
পরিচালক পদে সানাউল্লাহ মিজি, , ইয়াকুব খান , মোঃ আঃ খালেক বেপারী , মোঃ ওমর ফারুক চোকদার, মোঃ শ্রী কৃষ্ণ চন্দ্র দে, মোঃ দাদন বেপারী , মোঃ সিদ্দিকুর রহমান।